আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের স্থলে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের পশ্চিম দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিএনপি নেতাকর্মীরা। ওই সময় তারা তাৎক্ষণিক ছত্রভঙ্গ হয়ে যায়।
বিজ্ঞাপন
পরে এক মিনিটের কম সময়ের ব্যবধানে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাকর্মীরা পিছু হটলে কোনো সংঘর্ষ হয়নি। যদিও ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ে পুরো গুলিস্তান এলাকাজুড়ে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন
বিএনপি ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে: কাদের
শনিবার বেলা সাড়ে ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরের আওয়ামী লীগ ছাড়াও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। ওই সময় নেতাকর্মীদের অনেকের হাতেই বাঁশ ও বেতের লাঠি দেখা যায়। আবার অনেককেই লাঠি-পাইপে জাতীয় পতাকা বেঁধে স্লোগান দিতে দেখা যায়। কাউকে আবার শুধু লাঠি হাতেই স্লোগান দিতে দেখা গেছে।
বিজ্ঞাপন
কারই/আইএইচ