শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

সমাবেশের নগরী ঢাকা, যেসব স্পটে মাঠে নামবে রাজনৈতিক দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ১০:১২ এএম

শেয়ার করুন:

সমাবেশের নগরী ঢাকা, যেসব স্পটে মাঠে নামবে রাজনৈতিক দল
ফাইল ছবি

আজ শনিবার (২৮ অক্টোবর)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠে নেমেছে ছোট-বড়, নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো। এতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। একদিকে ক্ষমতাসীনদের সরকারের পদত্যাগের দাবিতে মহাসমাবেশ নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে অনুমতি পেয়ে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। ব্যাপক লোক সমাগমের কথা জানিয়েছে দুই দলই। এছাড়া মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীও। তবে ডিএমপির পক্ষ থেকে অনুমতি মেলেনি তাদের। 


বিজ্ঞাপন


এদিকে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ছাড়াও রাজধানীতে আজ সমাবেশ করবে বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক ৩৬টি দল। ফলে দিনভর ঢাকা হয়ে উঠবে সমাবেশের নগরী।

রাজধানীর যত জায়গায় হচ্ছে কর্মসূচি 
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসমাবেশ হবে দুপুর ২টায় নয়াপল্টনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন। 

অন্যদিকে আওয়ামী লীগের সমাবেশ হবে জাতীয় মসজিদ বাইতুল মোকারামের দক্ষিণ গেটে। এছাড়া গণতন্ত্র মঞ্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২-দলীয় জোট দুপুর ২টা বিজয়নগর পানির ট্যাংক মোড়, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ২টা পুরানাপল্টন আলরাজী কমপ্লেক্স সামনে, গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টা মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর, এলডিপি বেলা ৩টা কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে, গণঅধিকার পরিষদ বেলা ১১টা বিজয়নগর পানির ট্যাংক মোড়ে সমাবেশ করবে।

অন্যদিকে এনডিএম দুপুর ৩টা মালিবাগ মোড়, গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টা জাতীয় প্রেসক্লাব সামনে, গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া ও ফারুক হাসান) বেলা ৩টা পুরানাপল্টন কালভার্ট ও লেবার পার্টি দুপুর ৪টা পুরানাপল্টন মোড়ে সমাবেশ করবে।


বিজ্ঞাপন


শায়রুল কবির উল্লেখ করেন, আরও যারা কর্মসূচি পালন করবে, সেই দলগুলো হচ্ছে, এবি পার্টি সকাল ১১টা বিজয়নগর হোটেল ৭১ সামনে (বিজয় ৭১), জনতার অধিকার পার্টি দুপুর ২টা বিজয়নগর পানির ট্যাংক মোড়, বাংলাদেশ সাধারণ ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদ বেলা ৩টা শাহবাগ জাতীয় জাদুঘর সামনে এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ বেলা ১১টা জাতীয় প্রেসক্লাব সামনে সমাবেশ করবে।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর