শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

মতিঝিল ও আশপাশের এলাকায় পুলিশের ব্যারিকেড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

মতিঝিল ও আশপাশের এলাকায় পুলিশের ব্যারিকেড

জামায়াতে ইসলামীর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল ও আশপাশের এলাকায় কড়া পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মতিঝিলের সব প্রবেশপথে ব্যারিকেড দিয়ে অবস্থান করছে তারা।

আরামবাগ ও নটরডেম এলাকায় পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। শেষ মুহূর্তে সমাবেশের অনুমতির আশায় সেখানে অবস্থান নিয়েছেন দলটির হাজারো নেতাকর্মী।


বিজ্ঞাপন


শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিল, আরামবাগ ও নটরডেম এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।

মতিঝিলের পাশে কমলাপুর রেডিও কলোনি মোড়ের দুই পাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। চলার পথে সন্দেহভাজন পথচারীদের গন্তব্যস্থল ও উদ্দেশ্য জানতে চাচ্ছেন তারা।

Police2

এদিকে আরামবাগে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় কিছুটা উত্তেজনা তৈরি হলেও দুই পক্ষই শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে।


বিজ্ঞাপন


উপস্থিত নেতাকর্মীদের দাবি, তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় তারা। যদিও পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। জামায়াতকে সমাবেশের অনুমতি না দেওয়ার অবস্থানেই রয়েছে পুলিশ।

এআইএম/এমএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর