শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

রোববারের সব পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

National University
ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের ঘোষণার পর আগামীকাল রোববারের (২৯ অক্টোবর) সকল পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, রোববার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

আরও পড়ুন

হরতালে বাস চলবে: মালিক সমিতি

উল্লেখ্য, শনিবার নয়াপল্টনে আয়োজিত সমাবেশে পুলিশ হামলা চালিয়ে কর্মসূচি বানচালের অভিযোগ তুলে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।


বিজ্ঞাপন


এদিকে, শনিবার রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের ঘোষণা দেয় জামায়াত। অন্যদিকে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত গণসমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর