রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

৯ আইনজীবী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৯ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী সোহাগ, সুমন মুন্সি, চট্টগ্রাম বারের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন, লোকমান শাহ ও দিদারুল আলম টিপুসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন
রাজধানীতে আ.লীগ-বিএনপির সমাবেশ আজ

 

ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান।


বিজ্ঞাপন


 

তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের ৯ জন আইনজীবী নেতাকে আটক করা হয়েছে। এসব নেতাকর্মীর আটকের নিন্দা জানাই তাদের মুক্তি দাবি করছি।

উল্লেখ্য, শনিবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub