সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সমাবেশের প্রথম পর্ব। শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পপি সরকারের গানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
পরে গান ধরেন বাউল শিল্পী ফকির শাহবুদ্দিন। এ সময় তার গানে নেচে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে গানে গানে সরকারের উন্নয়ন চিত্রও তুলে ধরার চেষ্টা আমন্ত্রিত শিল্পীরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কালাম হোসেনসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।
কারই/এইউ








































































