পুলিশের সঙ্গে সংঘর্ষে জাতীয়তাবাদী যুবদলের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা মারা গেছেন বলে দাবি করেছে সংগঠনটি। শামীম মোল্লা নামের এই যুবদল নেতা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি। তার পিতার নাম ইউসুফ মোল্লা।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় এক নেতা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরীও যুবদল নেতাদের বরাত দিয়ে মৃত্যুর কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
এক দফার আন্দোলনের অংশ হিসেবে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছিলেন শামীম মোল্লা। পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানায় যুবদল।
এর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। এতে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন পুলিশ সদস্য।
এদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সংঘর্ষে আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় বিএনপি সূত্র।
বিজ্ঞাপন
বিইউ/জেবি