রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আ.লীগের সম্মেলনস্থলে দুই গ্রুপের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: ঢাকা মেইল

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বক্তব্য দেওয়ার শুরুর দিকে এ হাতাহাতির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। একই সময় নেতাকর্মীদের হাতে থাকা স্ট্যাম্প, ব্যানার, বাঁশ ইত্যাদি এক গ্রুপকে আরেক গ্রুপের দিকে ছুড়ে মারতে দেখা যায়। এতে সমাবেশস্থলে বিশৃঙ্খলা দেখা দিলে মঞ্চ থেকে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ জানান।

Assembly3

তবে বারবার অনুরোধের পরও বিশৃঙ্খলা না থামলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা সবাইকে শান্ত হওয়ার জন্য বলেন। একপর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসএইচএ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub