ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত তিনদিন টানা বৃষ্টি ও ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বৃষ্টি না হওয়ায় দুপুর দেড়টার দিকে পানির চাপ কমতে থাকায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার হাসান বলেন, গত কয়েকদিন টানা বৃষ্টি থাকায় নদীতে পানির চাপ বেড়েছে। তবে মঙ্গলবার বৃষ্টি না হওয়ায় পানির চাপ কমে এসেছে। তিনি জানান, মঙ্গলবার সকালে মুহুরী নদীর পানি ৪০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হয়। দুপুরের দিকে পানির চাপ বিপৎসীমার নিচে নেমে আসে।
বিজ্ঞাপন
ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ মজুমদার জানান, প্রতি বছর বৃষ্টি ও ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালে মুহুরী-কুহুয়া নদী রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামের বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ফসলি মাঠ, রাস্তাঘাটসহ ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে এসব এলাকার মানুষ। এবারও বৃষ্টি শুরু হতে না হতেই ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।
প্রতিনিধি/এসএস