ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার (২৬ মে) সকাল থেকেই সাতক্ষীরার শ্যামনগর উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বেড়েছে নদ-নদীর পানি। বইছে ঝড়ো হাওয়া। উত্তাল ঢেউ আচড়ে পড়ছে বাঁধের উপর।
এমনই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য আঘাত থেকে বাঁচতে ২০ দিনের নবজাতককে নিয়ে গাবুরার চাঁদনিমুখা মান্নান মেমোরিয়াল আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন শহিদুল শেখের পরিবার।
বিজ্ঞাপন
চাঁদনিমুখা গ্রামের শহিদুল শেখ বলেন, আমার ২০ দিনের ছেলেকে নিয়ে আগেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে উঠেছি। ঝড় আসলে আমাদের গাবুরা আগে ডুবে যায়। তাই ছোট বাচ্চা নিয়ে আগে ভাগে আশ্রয় কেন্দ্রে আসলাম।
গাবুরা ইউপি চেয়ারম্যান মো. মাসুদল আলম বলেন, রাতে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এজন্য আমরা এলাকার প্রায় সব মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার চেষ্টা করছি। অধিকংশ মানুষ আশ্রয় কেন্দ্রে এসে গেছে।
প্রতিনিধি/এএস



























































































































































