ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ৪৩ টি আশ্রয়কেন্দ্রসহ ১৯টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২৫ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান করে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের এই (01766 598259) নম্বরে কল করে ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোনো বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান জানান, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে উপজেলার উপকূলীয় ৪টি ইউনিয়নে ৩৩টি সহ মোট ৪৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ১৯টি মেডিকেল টিম ও সিপিপির ২ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রস্তুত রাখা হয়েছে। স'মিল সমিতিকেও জরুরি প্রয়োজনে সহযোগিতার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, সোনাগাজীতে ৫০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পর্যাপ্ত শুকনো খাবার (মুড়ি, চিড়া, গুড়) মজুদ রয়েছে।
প্রতিনিধি/ এজে



























































































































































