বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বঙ্গোপসাগরে লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার শঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১১:৪২ এএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার শঙ্কা
ফাইল ছবি

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

বুধবার (২২ মে) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয় জেলার ওপর দিয়ে সন্ধ্যা ছয়টার মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন

রেমালের গতিপথ কোন দিকে, আঘাত হানবে কোথায়?

এতে আরও বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া ও  ময়মনসিংহ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর