বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত শওকত মোড়ল নাপিতখালি গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।


বিজ্ঞাপন


নিহতের ভাতিজা নুর মোহাম্মদ জানান, বিকেলের পর থেকে প্রচণ্ড ঝড় ও নদীতে তুফান উঠলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। চাচা শওকত মোড়ল নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য জামাকাপড়সহ স্ত্রীকে নিয়ে বের হয়। বাসা থেকে বাঁধের উপর গিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মারা যান তিনি। মরদেহ এখন বাসায় রয়েছে।

তিনি বলেন, প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে মানুষ। এদিকে, সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড় রিমাল সাতক্ষীরা উপকূল অতিক্রম শুরু করেছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতর জানায়, ঝড়ের গতিসীমা রয়েছে ১০০ কিলোমিটার এটি ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যরাত পর্যন্ত এভাবে চলবে বলেও জানা গেছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর