বাগেরহাটের জলোচ্ছাসের পানিতে মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের ১০০ বস্তা সরকারি চাল পানিতে ডুবে নষ্ট হয়েছে।
রোববার (২৬ মে) দুপুরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে পানি ঢুকে ওই চাল নষ্ট হয়েছে। খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান চাল নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান জানান, প্রায় ৩০ বছর ধরে ওই গোডাউনটি ইউনিয়ন পরিষদ ব্যবহার করে আসছে। গোডাউনে ইউনিয়নের ৫১৯ জন মৎস্যজীবীদের জন্য বরাদ্ধের ১৩৮৪ বস্তা চাল ছিল। হঠাৎ করে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে এ ক্ষতি হয়। বর্তমানে বাকি চাল গোডাউন থেকে সরিয়ে ইউনিয়ন পরিষদ ও একটি মসজিদে রাখা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার জানান, চেয়ারম্যানের মাধ্যমে চাল নষ্ট হওয়ার খবর পেয়েছি। তালিকা ভুক্ত মৎস্যজীবীরা যাতে তাদের প্রাপ্ত চাল পায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এজে