ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়োমে এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা প্রধান সন্দেহভাজনকে খুঁজছি। এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি।’
এদিকে ডিএমপির পক্ষ থেকে সেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল-আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।
সেই সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে কারও কাছে কোনো প্রকার তথ্য থাকলে ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২ এই দুই নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুনঃ হাদিকে গুলির ঘটনায় ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি
এমআইকে/এফএ

































































































