শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে গুলির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও দ্রুত তদন্তের আহ্বান

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

ওসমান হাদি গুলিবিদ্ধ: শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও দ্রুত তদন্তের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশের শীর্ষ ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আল্লাহর কাছে তরুণ নেতার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবি জানান।

শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।’


বিজ্ঞাপন


তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরও লেখেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

সাধারণ মানুষ ও সচেতন মহলও ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে সোচ্চার হচ্ছেন। গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পথে এ ধরনের হিংসাত্মক ঘটনা দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: প্রকৃত যোদ্ধা গড়ে ওঠে প্রতিকূলতায়: তরুণদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহ

প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকার জন্য বেশ পরিচিত। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুই দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায়। তার কানে ও মাথায় গুলি লেগেছে। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারে রয়েছেন তিনি। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর