ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ঘটনার আগে থেকেই বিভিন্ন ধরনের হুমকির মুখে ছিলেন ওসমান হাদী।
জানা গেছে, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তিনি বিভিন্ন ধরনের হুমকি পান। ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাদী লিখেছিলেন, তিন ঘণ্টার মধ্যে বিভিন্ন বিদেশি নম্বর থেকে তাকে ফোন করা হয়। এসব ফোনকলে তাকে হত্যা ও তার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
ওই পোস্টে ওসমান হাদী আরও উল্লেখ করেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সারসংক্ষেপ হলো— আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’
বিজ্ঞাপন
তিনি আরও লেখেন, ‘১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে শুধু আমার বাড়ি–ঘর নয়, প্রয়োজনে আমাকে জ্বালিয়েও দেওয়া হবে। ইনসাফের এই লড়াই থেকে আমি এক চুলও নড়ব না, ইনশাআল্লাহ।’
এফএ

