শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

Adviser
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ঘোষণা দেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনারা সকলে হাদির জন্য দোয়া করবেন। ওসমান হাদি ক্রিটিক্যাল অবস্থায় আছে। আপনারা দোয়া করলেই তিনি ফিরে আসবেন। আল্লাহ যেনো তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন।’  

স্বরাষ্ট্র উপদেষ্টাকে এময় প্রশ্ন করা হয় গত ৫ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসীকে জামিন দেওয়া হয়েছে তাদের ধরার প্রক্রিয়া চলছে কি না? 

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে সকল শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেওয়া হয়েছিল তাদের আবারও ধরা হচ্ছে।’ 


বিজ্ঞাপন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নেই। আমরা তার নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেব। তার নিরাপত্তা আমরা দেখব।’

জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কয়েকটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি পর্যালোচনা করে ব্যবস্থা নেবে।’

এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর