ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করার ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জেলা শহরের বাতেন খাঁ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি মোড়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
বিজ্ঞাপন
এ সময় অংশগ্রহণকারীরা রাস্তায় আগুন ধরিয়ে ‘জুলাই আন্দোলন’, ‘চাঁদাবাজ’ ও ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. সাব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুত্তাসিম বিশ্বাস, ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ সভাপতি মো. রবিউল ইসলাম-সহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা।
প্রতিনিধি/একেবি

































































































