শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির ওপর হামলা ভোটে প্রভাব ফেলবে না: ইসি মাসউদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

hadi
ওসমান হাদি ও আব্দুর রহমানের মাসউদ। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ‎গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় বিশেষায়িত এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

তফসিলের পরের দিনেই একজন স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীকে গুলি করার বিষয়ে কমিশন সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না- এ বিষয়ে জানতে চাইলে ইসি মাসউদ বলেন, আমার জানা মতে আলোচনা হয়নি, তবে আমরা তো দেখছি সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করছে। প্রধান উপদেষ্টা সকল বড় বড় রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন। ওই অপরাধীকে ধরার জন্য তারা (সরকার) ৫০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে। কাজেই সরকারের যে পদক্ষেপ খুব দৃশ্যমান হচ্ছে। নির্বাচন কমিশনের সরকারের পদক্ষেপে সন্তুষ্ট। তবে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক এখন কিছু বলা হয়নি।

55

এ ঘটনা ভোটের ওপর প্রভাব ফেলবে কি না-জানতে চাইলে তিনি বলনে, আমরা মনে করি না। আমরা মনে করি, এই দেশ আমার-আপনার সকলের, কাজেই এই  ধরনের কিছু বা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না।


বিজ্ঞাপন


অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সরকারকে তাগিদ দেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে তাগিদ সবসময় দেওয়াই আছে। সরকার নিজেও করছে। নির্বাচন ঘিরে সরকারের যত পদক্ষেপ, সে পদক্ষেপে ইসি সন্তুষ্ট সরকারের প্রতি।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর