ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে কুষ্টিয়া সদর এবং কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় এই বিক্ষোভের আয়োজন করে উপজেলা ‘আহত জুলাই যোদ্ধা’ কমিটি।
বিজ্ঞাপন
উপজেলা ‘আহত জুলাই যোদ্ধা’ কমিটির সভাপতি আমির হামজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষ ও 'আহত জুলাই যোদ্ধা' তরিকুল ইসলাম রিপন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও ‘আহত জুলাই যোদ্ধা’ মফিজুর রহমান শাহীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘আহত জুলাই যোদ্ধা’ হাদির ওপর পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে ‘আহত জুলাই যোদ্ধারা’ আবারও মাঠে নামবেন। এছাড়াও ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এর আগে কুষ্টিয়া শহরের থানামোড় এলাকা থেকেও আরও একটি বিক্ষোভ মিছিল বের করে ‘জুলাই যোদ্ধারা’। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে শেষ হয়।
আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগর কালভার্ট সড়ক এলাকায় দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি
































































