রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

হাদির ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জোট।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন

হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

এতে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি নাঈম মাহমুদ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরিফ বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবনসহ অন্যরা বক্তব্য দেন।

এসময় বক্তারা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর