শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমার ভাইকে ভারত বাঁচতে দেবে না: হাদির বোন মাহফুজা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

আমার ভাইকে ভারত বাঁচতে দেবে না: হাদির বোন মাহফুজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ি করেছে তার বোন মাহফুজা। তিনি হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 
 
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। 

শুক্রবার বিকেলে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হাদির বোন মাহফুজা সাংবাদিকদের বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।


বিজ্ঞাপন


মাহফুজা বলেন, আমার ভাই ভারতবিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে (হাদি) আর বাংলাদেশে রাখব না, দেশের বাইরে পাঠিয়ে দেব। ভারতের ‘র’ আছে, আওয়ামী লীগ আছে-তাকে বাঁচতে দেবে না।

শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এসময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। হাদির চোয়ালের একপাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। 

হাদির সঙ্গে থাকা লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন থেকে তার চিকিৎসা এবং অপারেশন চলছিল। সন্ধ্যার পরে অপারেশন করে তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। 

গুলিবিদ্ধ হওয়ার আগে হাদি তার ফেসবুক পেজে জানিয়েছিলেন, ভারতীয়সহ বিভিন্ন দেশের ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, তার বাড়ি ঘরে আগুন এবং তার স্ত্রী এবং মাকেও ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে বলে জানান।


বিজ্ঞাপন


‎ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মীরা।
 
ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর