রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

শরীফ ওসমান বিন হাদি
মূল ছবিতে ওসমান হাদিকে গুলি করা মুহূর্তের সিসিটিভি ফুটেজ।

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।


বিজ্ঞাপন


‎তবে, হাদির ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, হাদীর পরিবারের অপেক্ষায় আছেন তারা। হাদীর পরিবার এসে যে কোনো সময় মামলা করতে পারে।

‎এদিকে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে শনাক্ত করে প্রথমে আটক করে র‍্যাব-২। এরপর তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎‎এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ জানান, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. হান্নান বলে র‌্যাব-২ এর তরফে বলা হয়েছে। আমরা মোটরসাইকেলের মালিককে আমাদের হেফাজতে রেখেছি।

‎এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


বিজ্ঞাপন


‎ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ তথ্যে জানা গেছে, তিনি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন। মেশিনের সাপোর্টে শ্বাস নিচ্ছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলের প্রার্থী ডা. মাহমুদা মিতু এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন।

‎একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর