শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চারিদিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসছে ছাত্রজনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১১ এএম

শেয়ার করুন:

চারিদিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসছে ছাত্রজনতা

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাত বরণের খবর ছড়িয়ে পড়ার পর পরই বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানী ঢাকা। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগে চারিদিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শুরু করেছেন ছাত্রজনতা। এরইমধ্যে ছাত্র জনতার উপস্থিতিতে শাহবাগ মোড়ের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২ দিকে এমন দৃশ্য দেখা গেছে।


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, শাহবাগ মোড়ে বড় বড় মিছিল নিয়ে আসছেন ছাত্রজনতা। সাইন্সল্যাব মোড় থেকে বড় মিছিল নিয়ে আসেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, টিএসসি থেকে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রজনতা। এ ছাড়া কারওয়ান বাজার ও মৎস্য ভবন মোড় থেকে বড় মিছিল নিয়ে কিছুক্ষণ পর পর ছাত্রজনতা ও আলেমরা আসছেন।

a2ef10eb-f644-429d-a6a1-841c957a5f46

এ সময় ছাত্রজনতা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘হাদির পথ ধর, সেভেন সিস্টার্স স্বাধীন কর’, ’দিল্লির আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই করবে, খুনি কেন ভারতে’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘যেই ভারত মানুষ মারে, সেই ভারত ভেঙে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

5f2ad35e-6639-4641-9f0d-d32b974f9b24

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।

এসএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর