রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

ছাত্রশিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের পক্ষ থেকে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ছাত্রশিবিরসহ সারা দেশের ছাত্র-জনতাকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তফসিল ঘোষণার পরদিন একজন প্রার্থীর ওপর এমন হামলাকে ‘উদ্বেগজনক’। এটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পিত অপচেষ্টা।

তারা বলেন, টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে প্রফেশনাল কিলার ব্যবহার করা হয়েছে—যা ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লোটার অসৎ প্রয়াস কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার আহ্বানও জানান তারা।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুঁড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


হাদিকে গুলির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর