শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

হাদির ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা- ৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার ব্যানারে শহরের টাউন হল ময়দান থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের মাইকপট্টি হয়ে চৌরাস্তা ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন


এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাদির ওপর নৃশংস হামলার ঘটনায় বিচারের দাবিতে ‘গুলির মুখে কথা হব, আমরা সবাই হাদি হব’,‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’,‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কী করে’,‘সন্ত্রাস আর বাংলাদেশ, একসাথে চলে না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার পরদিনই এই হামলা ইন্টেরিম সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। উসমান হাদিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার ইন্টেরিম সরকারের ওপর। জুলাই আন্দোলনের পর অন্যতম দাবি ছিল জুলাই খুনিদের বিচার কার্যকর করা। কিন্তু ইন্টেরিম সেটা করতে পারেনি। শুধু লোক দেখানোর জন্য কয়েকজনকে গ্রেফতার করেছে। একটি পক্ষ নির্বাচন বানচালের জন্য এই কর্মকাণ্ড করছে। তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে।

আরও পড়ুন

হাদির ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান বলেন, হাদি জুলাইয়ের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরকে যারা রোধ করতে চাই তারা দেশের শত্রু। জুলাই আন্দোলনের শত্রু। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ক্ষমতার শক্তির চেয়ে; জনগণের শক্তির অনেক বেশি। আমরা সন্ত্রাসীদের কাছে এই দেশ আর বর্গা দিতে চাই না। ১৭ বছর অনেক কষ্ট করেছে, নির্যাতন ভোগ করেছে। লুটপাট দেখেছে। আর সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে। রক্ত দিয়েছে। এত জীবন, রক্তের বিনিময়েও ক্ষমতালোভীদের পেট পরেনি। যদি পেট না ভরে তাহলে আসুন; চোরা হামলা না। সম্মুখযোদ্ধায় মুখোমুখি হই।


বিজ্ঞাপন


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রত্যেক নাগরিক আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব? নির্বাচন বানচাল করতে বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে। তারই অংশ হিসাবে হাদির ওপর এই হামলা। সুষ্ঠু গণতান্ত্রিক রুপান্তর প্রশ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন নিয়ে যতই জল ঘোলা করা হোক না কেন; জনগণ জবাব দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা কোনোভাবেই ভন্ডুল করতে দেওয়া যাবে না। বাংলাদেশের প্রশ্নে হাজার হাজার হাদি আমরা তৈরি হয়েছি। হাদির ওপর যে হামলা চালানো হয়েছে, জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটকের দাবি জানাচ্ছি।

এসময় বক্তব্য দেন জেলা নাগরিক পার্টির সদস্য সালমান হাসান রা‌জিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, ছাত্রনেতা ইমরান খান, ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর