রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

‘হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে’

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ও তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

রোববার (১৪ ডিসেম্বর) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।


বিজ্ঞাপন


এনসিপির নেত্রী ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে। একজন ডাক্তার হিসেবে শুরু থেকেই যা দেখেছি, তাতে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে আমি হোপলেস ছিলাম। কিন্তু একজন মুসলমান হিসেবে আমার জন্য আশাহত হওয়া নিষিদ্ধ।’

তিনি বলেন, ‘আল্লাহ চাইলে সবই সম্ভব। তিনি আরশের মালিক তার একটি ‘কুন’ই যথেষ্ট। ইয়া আল্লাহ, তুমি আশ-শাফি। হাদিকে পূর্ণ শিফা দান করো। আমাদের অন্তরে নিরাশা ঢুকতে দিও না, আমিন।’

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে  ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর