সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে জনতা ও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল শাহবাগ এলাকা।
বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শাহবাগে সমবেত হন। এসময় সড়কে আগুন দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় শিক্ষার্থীরা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমরা সবাই হাদিই হব, যুগে যুগে লড়ে যাব’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওই হাসিনা দেইখা যা, রাজপথে তোর বাপেরা’—ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, হাদি ভাই, আপনার রক্তের কসম, বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ উপড়ে ফেলা হবে। আমাদের লড়াই চলবে। দিল্লির গলায় শেকল পরানোর আগে আমরা থামব না। আমরা প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেব। আমরা এ দেশে আবার ইনসাফ কায়েম করব।
এদিকে শাহবাগে জড়ো হওয়া বিক্ষুদ্ধরা ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এসময় তারা কান্নায় ভেঙে পড়েন। মোনাজাতকারীরা দেশের জন্য ওসমান হাদির মতো শহীদ হওয়ার আকাঙ্খা ব্যক্ত করেন।
এরআগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা।
বিজ্ঞাপন
টিএই














































































































