শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে গুলি, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা: ছাত্রশিবির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

হাদিকে গুলি, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা: শিবির

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তফসিল ঘোষণার পরদিন একজন প্রার্থীর ওপর এমন হামলাকে ‘উদ্বেগজনক’ মন্তব্য করে সংগঠনটি বলেছে— এটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পিত অপচেষ্টা।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে প্রফেশনাল কিলার ব্যবহার করা হয়েছে— যা ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন।’


বিজ্ঞাপন


তারা বলেন, মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লোটার অসৎ প্রয়াস কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে হবে।

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার আহ্বানও জানিয়েছেন তারা।


বিজ্ঞাপন


ছাত্রশিবির নেতারা আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর