শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
রোববার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
বিজ্ঞাপন
ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, যে আসামি ইতোমধ্যে একবার গ্রেফতার হয়েছে তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তবুও তাকে চিহ্নিত করতে পারছে না, আটক করা যাচ্ছে না—এটি বিশ্বাসযোগ্য নয়।
ইনকিলাব মঞ্চের এই নেত্রীর দাবি, আসামি পালিয়ে গেছে—এমন ধারণা তৈরি করে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিংবা তাকে পালাতে সহযোগিতা করার পরিকল্পনা থাকতে পারে।

তার মতে, এই পরিকল্পনা একজনের নয়; এটি একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের কাজ, যা এখনো সক্রিয় রয়েছে।
বিজ্ঞাপন
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক আরও জানান, খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল—এমন তথ্য তাদের কাছে রয়েছে। এ প্রেক্ষিতে তিনি পুরো সিন্ডিকেটকে জীবিত গ্রেফতারের দাবি জানান।
পোস্টে ওসমান হাদিসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়ে জুমা বলেন, অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে আছি আমরা। কিন্তু সেটা বেশিক্ষণ পারবো না।
/এএস










































































