বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসমানের অবস্থা আগের মতো, গুজবে কান না দেওয়ার অনুরোধ চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

হাদির ওপর গুলি: সীমান্ত পাচারে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী আটক
শরীফ ওসমান হাদি। ফাইল ছবি

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


বিজ্ঞাপন


ডা. আব্দুল আহাদ বলেন, হাদির খারাপ কিছু ঘটেনি। অবস্থা আগের মতোই। তবে পরিবার চাচ্ছে ইউরোপ, আমেরিকায় নিতে। সেটা ফিজিবল কিনা আগামীকাল (১৭ ডিসেম্বর) জানা যাবে। গুজবে কেউ কান দেবেন না।

এর আগে ১৬ ডিসেম্বর দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, হাদির অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশটির নিউরোসার্জনদের সবশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা (ফোলা) কমেনি। চিকিৎসকদের মতে, চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ বা সময়সীমাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।

সিঙ্গাপুর জেনারেল হসপিটালের চিকিৎসকদের বরাত দিয়ে ডা. আব্দুল আহাদ আরও জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে এবং ব্রেনে ফোলা বা ইডেমা এখনও বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। তার জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) স্কোরে এখনও কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ, নিউরোলজিক্যাল রেসপন্সে দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি–কোনোটিই লক্ষ্য করা যাচ্ছে না।


বিজ্ঞাপন


চিকিৎসকদের মতে, এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ থাকে, যার মধ্যে শরীর ইতিবাচক সাড়া দিলে পরবর্তী অবস্থার সম্ভাবনা তৈরি হয়। সেই সময়সীমার মধ্যেই হাদির শরীর কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সেদিকেই এখন চিকিৎসকদের নিবিড় নজর।

ডা. আহাদ আরও জানান, হাদির ফুসফুসের সবশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এ কারণেই বাংলাদেশে থাকা অবস্থায় তার বুকে চেস্ট ড্রেন দেয়া হয়েছিল। সিঙ্গাপুরেও সেই জটিলতা মাথায় রেখেই শ্বাস-প্রশ্বাস ব্যবস্থাপনা চলমান রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে  ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর