ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্যে আজ সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও হঠাৎ জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।
জানা যায়, ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে কি না- এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশ্লেষণে সোমবার বেলা ১১টায় আবারও জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, আজ সকাল ১১টায় মেডিকেল বোর্ড আবারও জরুরি মিটিং ডেকেছে। সেখানে রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে।
ডা. আব্দুল আহাদ বলেন, বিদেশে নেওয়াসহ সামগ্রিক বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আজ সিদ্ধান্ত জানাবে।
বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্সের ওপরই নির্ভর করছে।
বিজ্ঞাপন
এমআর/এএস















































































