রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তার কানে ও মাথায় গুলি লাগে। ফলস্বরূপ তাকে ঢাকা মেডিকেলে জরুরি অপারেশনে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী ফেসবুকে লিখেছেন, ‘রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ! জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: হাদিকে গুলির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও দ্রুত তদন্তের আহ্বান
পুলিশ হামলাকারীদের শনাক্তের প্রক্রিয়া শুরু করেছে বলে জানায়। বিশ্লেষকরা দ্রুত ন্যায়বিচার ও নির্বাচনী পরিবেশ সন্ত্রাসমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে হাদির দ্রুত সুস্থতা ও হামলার নিন্দা জানানো হচ্ছে।
































































