ঢাকার বিজয়নগর এলাকার মতো জনবহুল স্থানে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, ‘এ ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত।’
বিবৃতিতে তিনি জানান, খবর পাওয়ার পরই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্বেগ প্রকাশ করেছেন এবং ওসমান হাদির চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন।
বিজ্ঞাপন
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হচ্ছে। আমরা বহুবার বলেছি—সন্ত্রাসীদের দমনে কঠোর হন। তারা নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করতে চাইবে। পতিত ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের দুর্বলতা আজ স্পষ্ট।’
তিনি আরও বলেন, ‘এই হামলা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।’
যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারকে স্পষ্টভাবে বলছি— আক্রমণে জড়িত গুলিবর্ষণকারী ও হুকুমদাতাকে দ্রুততম সময়ে গ্রেফতার করতে হবে। এটি শুধু নির্বাচন নয়, দেশের সামগ্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।’
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এমআর/এফএ
































































