শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এসময় হাদি, হাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে বন্দরনগরীর রাজপথ।


বিজ্ঞাপন


বিক্ষোভে অংশ নেন ইসলামি ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর সভাপতি ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বীর চট্টলার ছাত্র-জনতা ব্যানারে নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে ওয়াসা মোড়ের দিকে যান। সেখানেও তারা হাদি, হাদি স্লোগানে বিক্ষোভ করেন।

মিছিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম নগরীর সমন্বয়কারী রিদুয়ান হৃদয়সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এছাড়া ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। মিছিল শুরুর আগে নেতারা বলেন, ফ্যাসিবাদী শক্তিরা দেশে এখনো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিচারের আওতায় আনতে হবে।

এদিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। কর্মসূচিতে বক্তব্য দেন চাকসুর সহসভাপতি (ভিপি) মো. ইব্রাহীম রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব।

মিছিলে আরও উপস্থিত ছিলেন— চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য সোহানুর রহমান ও সোহরাওয়ার্দী হল সংসদের সহসভাপতি মো. নিয়মিত উল্লাহ।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর