আততায়ীর গুলিতে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরিফ হাদি। জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। চিকিৎসকদের বিরামহীন চেষ্টা আর নানা শ্রেণি পেশার মানুষ প্রার্থনা ছিল হাদির জন্য। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইন্তেকাল করেছেন ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মুহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শোকের ছায়া নেমে আসে।
চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা গেছেন আলোচিত এই তরুণ রাজনীতিক। দলমত নির্বিশেষে মানুষ ওসমান হাদির জন্য প্রার্থনা করেন। সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতবাসী করেন সেই দোয়া করেন সবাই।
বিজ্ঞাপন
একইসঙ্গে অনেকেই শোক প্রকাশের পাশাপাশি ওসমান হাদির ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিখেছেন, তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদী এক অবিচল সাহসের নাম। দেশপ্রেমের প্রশ্নে অটল, যার প্রতিরোধ কখনো আপস করেনি। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু রাজপথে লড়েছেন এমন নয়; বরং আরও তাৎপর্যপূর্ণভাবে লড়েছেন সংস্কৃতির ময়দান। শিল্প, সাহিত্য ও বিবেকের সংমিশ্রণে স্বৈরাচারের শিকড়কে চ্যালেঞ্জ করেছিলেন।
তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদীগোষ্ঠী তাকে ঘাতকের হাতে হত্যা করলেও, তার আদর্শকে হত্যা করতে পারেনি। শরীফ ওসমান হাদি বেঁচে থাকবেন আমাদের প্রতিটি সাংস্কৃতিক প্রতিরোধে, মাথা নত না করা প্রতিটি তরুণ কণ্ঠে, আর সেই বিশ্বাসে—স্বাধীনতা শুধু রাজপথে নয়, সাংস্কৃতিক চেতনাতেও রক্ষা করতে হয়। তার সংক্ষিপ্ত কিন্তু উদ্দীপ্ত জীবন আমাদের মনে করিয়ে দিবে: ব্যক্তিকেই হত্যা করা যায়, কিন্তু উত্তরাধিকারকে নয়। মহান আল্লাহ শহীদ ওসমান হাদীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে হাদির দেয়া একটি বক্তব্যের ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, আল্লাহ আপনার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন।
বিজ্ঞাপন
আনিসুর রহমান নামে একজন লিখেছেন, একজন বিপ্লবীর বিদায়। আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দিন। জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দিন। মাহমুদ রাকিব লিখেছেন, আমার ভাই বিপ্লবী ওসমান হাদী শহীদ হয়েছেন।
এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুহিন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ভারতীয় এম্বাসির সামনে শহীদ ওসমান হাদির দাফন (সমাহিত) করতে হবে।
ছাত্রশিবির নেতা হাসানুল বান্না তাসনিম লিখেছেন, শপথ নিলাম, হাদি ভাইয়ের বাকি লড়াই চালিয়ে যাবো। আমার লড়াই ভারতীয় আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার। হে আমার রব! আমাকে শহীদ হিসেবে কবুল করুন আমিন।
বিইউ














































































































