রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন বিএনপি নেতা ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি ঢামেকে ঢোকা ও বের হওয়ার সময়ে তোপের মুখে পড়েন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢামেকের জরুরি বিভাগের সামনে আসেন তিনি। পরে হাদিকে দেখে পৌঁনে ৫টার দিকে বের হয়ে যান।


বিজ্ঞাপন


তিনি যখন হাসপাতালে প্রবেশের জন্য ভিড় ঠেলে আসছিলেন তখন ইনকিলাব মঞ্চের নেতারা তাকে উদ্দেশ্য করে ‘খুনী’ ও ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে নেতাকর্মীদের অনেকে তার দিকে তেড়েও যায়। তবে সেনাবাহিনীর সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে ভেতরে নিয়ে যায়। একই স্লোগান দিতে থাকে ইনকিলাব মঞ্চের নেতারা, তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন। তবে শত শত মানুষের ভিড় ঠেলে বের হতে গিয়ে ব্যাপক বেগ পেতে হয়েছে এই নেতার। যদিও তাকে ঘিরে ধরে ছিল যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি রাকিব ও সেনাবাহিনীর সদস্যরা মিলে তাকে তার গাড়িতে তুলে দেয়। কিন্তু গাড়িতে তুলে দিলে সেখানেও উত্তপ্ত অবস্থা তৈরি হয়। অবশ্য সেনাবাহিনীর কারণে সেটি বেশি দূর গড়ায়নি।

এর আগে মির্জা আব্বাস আসবেন খবর ছড়িয়ে পড়লে তার আগেই ঢামেকের সামনে ও জরুরি বিভাগের বাইরের প্রাঙ্গণে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তারা এ সময় তার আগমন উপলক্ষে স্লোগান দিতে থাকে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। এখন অপারেশন থিয়েটারে মাথায় আটকে থাকা গুলি বের করার চেষ্টা চলছে৷ 


বিজ্ঞাপন


এর আগে বিকেলে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে হাদি রিকশা নিয়ে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত এক ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়। তবে সেই ঘাতককে এখনও আটক করতে পারেনি পুলিশ। 

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর