রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রস্তাবিত বাজেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রস্তাবিত বাজেট

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রস্তাবিত বাজেট নারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ দেশের অর্থনৈতিক উন্নয়ন মূলত নারীর ক্ষমতায়নের উপর নির্ভর করে।

রোববার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ছাড়া অন্য কোনো সরকার নারী জনগোষ্ঠীর উন্নয়নে ইতিবাচক ভূমিকা নেয়নি।


বিজ্ঞাপন


চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট  ঘোষণা করেছেন।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য সেলিমা আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে নারী উন্নয়নের জন্য ২ লাখ ৬১ হাজার ৭৮৭ কোটি টাকা জেন্ডার বাজেট বরাদ্দ রাখা হয়েছে যা গত বছরের বরাদ্দকৃত বাজেটের তুলনায় ৩২ হাজার ১১০ কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেট ব্যয় মোট বাজেটের ৩৪.৩৭ শতাংশ এবং এটি নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনকি সরকার কর্মজীবী মহিলাদের জন্য সুযোগ-সুবিধা বাড়াবে যা নারীর ক্ষমতায়নের আরও উন্নয়নে সহায়তা করবে।

সরকারি দলের সদস্য আবদুস সোবহান মিয়া বলেন, রূপকল্প-২০২১ বাস্তবায়নের পর প্রস্তাবিত বাজেটের দর্শন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।

প্রস্তাবিত বাজেটকে স্মার্ট বাজেট আখ্যা দিয়ে সরকারি দলের সদস্য তামান্না নুসরাত বুবলী বলেন, সর্বশেষ বাজেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে।


বিজ্ঞাপন


আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য লুৎফুন নেছা খান বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু বর্তমান মূল্যস্ফীতির ক্রমবর্ধমান হার কীভাবে রোধ করা যায় তার কোনো উপায় নেই।

আলোচনায় আরও অংশ নেন— সরকারি দলের মোস্তাফিজুর রহমান, এবি তাজুল ইসলাম, শফিকুর রহমান, বেনজীর আহমেদ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নার্গিস রহমান, সুলতানা নাদিরা, ফেরদৌসী ইসলাম।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর