চলতি অর্থবছরে তিন কোটি টাকার সম্পদ থাকলেই বিত্তশালীদের কাছ থেকে সম্পদ কর বা সারচার্জ নেওয়া হতো। তবে আগামী অর্থবছর থেকে ন্যূনতম সীমা চার কোটি টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কারও সম্পদমূল্য চার কোটি টাকা পার হলে ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে। যাদের সম্পদমূল্য ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে, তাদের ৩৫ শতাংশ সম্পদ কর দিতে হবে।
বিজ্ঞাপন
অর্থমন্ত্রী বলেন, বিত্তশালী ব্যক্তি করদাতাদের কাছ থেকে নিট সম্পদের ভিত্তিতে সারচার্জ আদায় করা হয়। গত কয়েক বছর ধরে বিধানটি কার্যকর রয়েছে। ব্যক্তি করদাতার সারচার্জ সমাজের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে।
এই সারচার্জ আরোপের ন্যূনতম সীমা বাড়ানোর যুক্তি হিসেবে ‘সারচার্জ আহরণের বিধান পরিচালন সহজ করা এবং মধ্যবিত্তের করভার লাঘবের’ কথা তুলে ধরেন মন্ত্রী।
এই সারচার্জ আয়করের বাইরে। এবার বাজেটে করমুক্ত আয় সীমা করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। এবারের অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
ডব্লিউএইচ/জেবি