রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভোটের বছরে ইসির বরাদ্দ বেড়েছে হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

ভোটের বছরে ইসির বরাদ্দ বেড়েছে হাজার কোটি টাকা

২০২৩-২০২৪ অর্থবছরের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে ভোটের বছরে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) জন্য গত অর্থবছরের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।


বিজ্ঞাপন


২০২৩-২০২৪ অর্থবছরে ইসির জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে দুই হাজার ৪০৬ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে এই বাজেট ছিল এক হাজার ৫৩৯ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে ছিল এক হাজার ৪২৩ কোটি টাকা।

নির্বাচন কমিশনের পাশাপাশি এর সঙ্গে সম্পৃক্ত বিভাগ ও মন্ত্রণালয়ের জন্যও ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন


এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।

কারই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর