শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

দেশে তৈরি মোবাইল কিনতে গুনতে হবে বাড়তি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

দেশে তৈরি মোবাইল কিনতে গুনতে হবে বাড়তি টাকা
ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব ধরণের দেশি কোম্পানির মোবাইলের ওপর উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে মুঠোফোনের দাম বাড়বে। সেক্ষেত্রে জুলাইয়ের শুরু থেকে বাড়তি দামে কিনতে হবে দেশে তৈরি মোবাইল।

বৃহস্পতিবার (১ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তিন ধরনের দেশি কোম্পানির মুঠোফোনের ওপর উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন।


বিজ্ঞাপন


প্রথমত, যেসব প্রতিষ্ঠান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিজেরাই বানাবে এবং মুঠোফোন উৎপাদন করবে, সেসব কোম্পানির ওপর ২ শতাংশ হারে ভ্যাট বসবে। এখন এক্ষেত্রে কোনো ভ্যাট নেই।

দ্বিতীয়ত, যেসব প্রতিষ্ঠান মুঠোফোন সংযোজন করে, তাদের ক্ষেত্রে দুভাবে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। যেমন কমপক্ষে দুটি যন্ত্রাংশ নিজেরা বানিয়ে মুঠোফোন বানালে এখন ৩ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। সেটি বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

তৃতীয়ত, যারা সব যন্ত্রাংশ আমদানি করে শুধু দেশে সংযোজন করে, সেসব প্রতিষ্ঠানের ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট বসবে, এখন ৫ শতাংশ হারে ভ্যাট বসে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রস্তাবের মেয়াদ।

বিদায়ী অর্থবছরের বাজেট ঘোষণার সময় ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল। ফলে তখন গ্রাহক পর্যায়ে মুঠোফোনের দাম কিছুটা বাড়ে। এখন নতুন করে ভ্যাট আরোপের প্রস্তাব করায় দাম আরও বাড়তে পারে।


বিজ্ঞাপন


বর্তমানে দেশে ১৪টি প্রতিষ্ঠান মুঠোফোন উৎপাদন করে। দেশে বছরে স্মার্টফোনের চাহিদা এক কোটির মতো। এর অধিকাংশই মেটানো হয় দেশে উৎপাদিত মুঠোফোনের মাধ্যমে।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর