দেশের বিমান পরিবহন খাতের প্রসারে এ খাতের কর কমানোর উদ্যোগ হিসেবে বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে আগাম কর প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে জাতীয় সংসদে এ প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।
বিজ্ঞাপন
ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে কিছু পণ্যের আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতির প্রস্তাব করে মন্ত্রী। কিনি কৃষি কার্যে ব্যবহৃত রাইস ট্রান্সপ্লান্টার, ড্রায়ার, সকল প্রকার স্প্রেয়ার মেশিন, পটেটো প্লান্টার; আমদানিকৃত সকল ধরনের কন্ট্রেইনার, সমুদ্রের লবণাক্ত পানি হতে সুপেয় পানি উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত সোলার পাওয়ার প্ল্যান্ট আমদানিতে আগাম কর (এটি) প্রত্যাহারের প্রস্তাব করেন।
এছাড়া নিবন্ধিত এয়ারলাইন্স কর্তৃক আমদানিকৃত এয়ারক্রাফট ইঞ্জিন, টার্বো জেট এবং উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে আগাম কর (এটি) প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বাজেট পেশের আগে উড়োজাহাজের (হেলিকপ্টারসহ) ইঞ্জিন এবং ইঞ্জিনের যন্ত্রাংশের ওপর আরোপিত আমদানি কর, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর এবং অগ্রিম কর প্রত্যাহারের দাবি জানিয়ে ছিলেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।
ডব্লিউএইচ/এএস


































































































