সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ঢাকা

দাম বাড়বে কলমের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

দাম বাড়বে কলমের

২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে লেখার উপকরণ কলমের দাম বাড়বে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন। 


বিজ্ঞাপন


অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, কারখানা থেকে বাজারে কলম সরবরাহের সময় এই কর আরোপ করা হবে। এর ফলে কলমের দাম বাড়বে।

সম্প্রতি বাজারে সবধরনের কলমের দাম বেড়েছে। বাজেটে নতুন এই প্রস্তাবের ফলে আরেক দফা বাড়বে কলমের দাম।

লেখার অপরিহার্য উপকরণ কলম। শিক্ষার্থীদের জন্য কলমের কোনো বিকল্প নেই। কলমের দাম বাড়লে দেশের কোটি কোটি অভিভাবকের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন


এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।

অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করছেন তার শিরোনাম দেওয়া হয়েছে- ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এই বাজেটে। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর