শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

গাবতলী-সদরঘাট রুটে হবে মেট্রোরেল, কমবে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

গাবতলী-সদরঘাট রুটে হবে মেট্রোরেল, কমবে দুর্ভোগ

মানুষের দুর্ভোগ কমাতে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত মেট্রোরেল করার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বিজ্ঞাপন


অর্থমন্ত্রী বলেন, গাবতলী-কমলাপুর-নারায়ণগঞ্জ ও গোলাপশাহ মাজার-সদরঘাট রুটে উড়াল ও পাতালের সমন্বয়ে ৩৫ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের লাইন নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, ঢাকা মহানগর ও তৎসংলগ্ন এলাকার যানজট নিরসন ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ছয়টি মেট্রোরেল লাইনের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এর বিস্তৃতি যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে গণপরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আনবে। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

এরইমধ্যে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি-৬) উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে।

এছাড়া ২০২৬ সালের মধ্যে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার পাতাল এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার উড়ালসহ মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণ করা হবে।


বিজ্ঞাপন


২০৩০ সালের মধ্যে গাবতলি-আফতাবনগর-দাশেরকান্দি রুটে ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

ডব্লিউএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর