শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসমান হাদিকে মাটি দিতে না পেরে আক্ষেপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

ওসমান হাদিকে মাটি দিতে না পেরে আক্ষেপ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দাফনের পর তার কবরে মাটি দেওয়ার অনুমতি পায়নি সাধারণ মানুষ। এতে আক্ষেপ প্রকাশ করেছেন তাকে মাটি দিতে শাহবাগে অবস্থান করা অনেকে। 

শনিবার বিকেলে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়। সেখানে শৃঙ্খলা রক্ষায় সাধারণ লোকজনের জন্য দাফনে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়নি। 


বিজ্ঞাপন


ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ ও পূর্ব পাশে ব্যাপক মানুষের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয়। ওসমান হাদিকে এক নজর দেখতে ছুটে এসেছেন তারা। মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। অনুমতি না থাকায় তারা কবরের কাছে গিয়ে মাটি দিতে পারেননি। ফলে তারা দাফন শেষ হয়ে ঢাবি প্রশাসন জনসাধারণকে মাটি দেওয়ার সুযোগ দেয় কি না সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। 

সুজন নামে এক যুবক জানান, হাদীকে ভালোবেসে এসেছি, তার দাফনে অংশ নেব। কিন্তু এখনো ভেতরে ঢোকার অনুমতি তো মিলল না। দেখি ঢাবি প্রশাসন কী করে।’

এমআইকে/এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর