ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। একই সঙ্গে এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জেনেভা থেকে এক বিবৃতিতে তুর্ক বলেন, ‘আমি হাদিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
বিজ্ঞাপন
ভলকার তুর্ক আরও বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
#Bangladesh: We call on the authorities to conduct a prompt, impartial, thorough & transparent investigation into the attack that led to the death of Sharif Osman Bin Hadi, a prominent leader of last year’s demonstrations.
— UN Human Rights (@UNHumanRights) December 19, 2025
Everyone should refrain from violence. Retaliation &… pic.twitter.com/In5w5l6IwF
হাদির হত্যাকাণ্ডের প্রেক্ষিতে সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়ে বিবৃতিতে তিনি আরও বলেন, ‘প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।’
বিবৃতিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে সকল ব্যক্তি নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশগ্রহণ করতে পারবেন এবং স্বাধীনভাবে বিভিন্ন মতামত প্রকাশ করতে পারবেন।’
জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও বলেন, ‘এই সংকটময় সময়ে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং নিরাপত্তার অধিকার সমুন্নত রাখার এবং অস্থিরতা আরও বৃদ্ধি রোধ করার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার এবং আরও সহিংসতা প্রতিরোধের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তার কার্যালয় কর্তৃপক্ষ এবং সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান হাইকমিশনার।
এমএইচআর























































































