ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তায় সংসদ ভবন এলাকায় র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
এ ছাড়াও, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় তাদের মোতায়েন করা হয়।
বিজ্ঞাপন
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংসদ ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।’
একেএস/এফএ











































































































