শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেফতারের দাবি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ এএম

শেয়ার করুন:

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেফতারের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা -৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৃত্যুর খবর শুনে তাঁর আত্মীয়-স্বজনরা ছুটে আসেন বাসায়। কিন্তু নিরাপত্তার কারণে তাঁর পরিবারের কেউ রাতে কারও সঙ্গে দেখা বা কথা বলেননি। আগামীকাল সকালে সবার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশ। 


বিজ্ঞাপন


হাদির মৃত্যুর ঘটনায় জাড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন তাঁর প্রতিবেশী ওসহপাঠীরা। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পরে হাদির মতোএকজন বীরযোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এনিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওসমান হাদির বাসায় বর্তমানে তাঁর বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন।

প্রতিনিধি/আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর