শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসমান হাদির জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম

শেয়ার করুন:

ওসমান হাদির জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ প্রস্তুত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই জানাজা অনুষ্ঠানের জন্য সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।

জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ এলাকায় মাইকিং, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নিতে সেখানে জড়ো হতে শুরু করেছেন।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হবে। সেখানে রাষ্ট্রীয় ও সাংগঠনিকভাবে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে— সেখানেই কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

Had2i

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী এই নেতার জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তার জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ এলাকায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর